আবারও রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। কমল ২৫ বেসিস পয়েন্ট। এখন রেপো রেট ৫ দশমিক দুই পাঁচ শতাংশ। স্বাভাবিকভাবেই হোম লোন এবং কার লোনের ইএমআই সস্তা হতে চলেছে। কতটা কমবে EMI? ২০ লাখ এবং ৩০ লাখের হোম লোনের হিসেবটা দেখে নিন।