জুলাই মাসের শুরতেই স্বস্তির খবর। কমল গ্যাসের দাম। কলকাতা, দিল্লি থেকে মুম্বইয়ে সস্তা হয়েছে গ্যাসের দাম। তেল কোম্পানিগুলি ১৯ কেজির বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। কলকাতায় ৫৭ টাকা কমেছে এই গ্যাসের দাম। ১ জুলাই থেকেই কার্যকর হল এই নতুন দাম।