বিমানের মতই এবার কড়া নিয়ম মানতে হবে রেলযাত্রীদেরও। যাত্রার সময়ে কতখানি লাগেজ সঙ্গে নিতে পারবেন যাত্রীরা, তা নিয়েই চালু হতে চলেছে নয়া নিয়ম। দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের জন্য লাগেজের লিমিট চালু করা হবে। নিয়ম অনুযায়ী, ফার্স্ট ক্লাস এসি কোচে সফর করলে ৭০ কেজি, সেকেন্ড ক্লাস এসি কোচে সফর করলে ৫০ কেজি এবং থার্ড এসি ও স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়ার অনুমতি পাবেন। জেনারেল টিকিটে যাত্রা করলে যাত্রীরা মোটে ৩৫ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন।