খানিক স্বস্তি, সোনার দাম অনেকটা কমল, আজ Gold Rate কত?

অপারেশন সিঁদুর শুরুর আগে যে দাম ছিল, তার তুলনায় কতটা হেরফের হল সোনার দামে? গত এক সপ্তাহে দাম বেড়েছে হলুদ ধাতুর? সোমবার কলকাতায় ১০ গ্রাম সোনার বাজার দর কত? এক নজরে দেখে নিন সোনার দর...

Advertisement
খানিক স্বস্তি, সোনার দাম অনেকটা কমল, আজ Gold Rate কত?Gold Rate
হাইলাইটস
  • ভারত-পাকিস্তান অশান্তির মাঝে বেড়েছে সোনার দাম?
  • কতটা হেরফর হল হলুদ ধাতুর দামে?
  • কলকাতায় গয়না সোনার দাম কত?

ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যেও গত এক সপ্তাহে বাড়েনি সোনার দাম। বরং অপারেশন সিঁদুর শুরুর আগে যে দাম ছিল, সোমবার তার তুলনায় প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮০০-৯০০ টাকা কমেছে।  রুপোর দামও প্রায় একই রয়েছে। কলকাতায় বাজার দর কত জানেন? 

গত এক মাসে চর চর করে বেড়েছিল সোনার দাম। বাড়তে বাড়তে এক লক্ষের গণ্ডিও পার করে ফেলেছিল। যা কার্যত চোখ কপালে তুলেছিল মধ্যবিত্তের। তবে সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও কমেছে হলুদ ধাতুর দাম। 

সোমবার কলকাতার বাজারে সোনার দাম কত?
প্রতি ১০ গ্রাম পাকা সোনার বারের (২৪ ক্যারেট) দাম: ৯৬ হাজার ৯৫০ টাকা (কর বাদে)
প্রতি ১০ গ্রাম পাকা সোনার বারের (খুচরো) দাম: ৯৭ হাজার ৪৫০ টাকা (কর বাদে)
প্রতি ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনার (২২ ক্যারেট) দাম: ৯২ হাজার ৬০০ টাকা (কর বাদে)

কলকাতায় প্রতি ১০ গ্রাম রুপোর (খুচরো) দাম: ৯৬ হাজার ৭০০ টাকা (কর বাদে)

তবে সোনার দোকানে গেলে আপনি এই দামেই সোনা কিনতে পারবেন না। কিছুটা বেশিই খরচ হবে। কারণ এই দরের সঙ্গে যোগ হবে GST এবং সোনার গয়নাটি তৈরির মজুরি অর্থাৎ দোকানের মেকিং চার্জ। যা এক একটি শহরে দোকান ভিত্তিক আলাদা আলাদা হয়। GST ৩ শতাংশ নির্দিষ্ট হয় বিপণিগুলিতে। 

কীভাবে চিনবেন আসল সোনা?
সোনার গহনায় হলমার্ক থাকে যা তার বিশুদ্ধতা নির্দেশ করে:

২৪ ক্যারেট: ৯৯৯

২২ ক্যারেট: ৯১৬

১৮ ক্যারেট: ৭৫০

 

 

POST A COMMENT
Advertisement