Puja Special Train For North Bengal: দুর্গাপুজোর আর বাকি দিনকয়েক। এই সময়ে পুজোর ছুটিতে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার চাপও বাড়বে। যাত্রীদের ভিড়ের চাপ কমাতে পুজো স্পেশাল ট্রেন আনছে পূর্ব রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বেশ কিছু পুজো স্পেশাল ট্রেন চালানো হবে।
পুজোর সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে পুজো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেলওয়ে৷ সে মতোই হাওড়া থেকে কী কী ট্রেন উত্তরবঙ্গের জন্য মিলবে? দেখে নিন।
১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত যে স্পেশাল ট্রেনগুলি থাকছে
১২.১০.২০২২ থেকে ৩০.১১.২০২২ পর্যন্ত হাওড়া – নিউ জলপাইগুড়ির প্রতি বুধবার হাওড়া থেকে রাত ১১টা ৪০-এ ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে সকাল ১০টা ১০-এ। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার করে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পুজো স্পেশাল বেলা নিউ জলপাইগুড়ি থেকে বেলা ১২টা ৩৫ মিনিটে ছাড়বে। প্রতি বৃহস্পতিবার ১৩.১০.২০২২ থেকে ০১.১২.২০২২ চলবে। ট্রেনগুলি হাওড়া পৌঁছবে রাত ১২টা ৫০-এ।
৫ অক্টোবর, বুধবার থেকে যে স্পেশাল ট্রেন
হাওড়া – নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল হাওড়া থেকে রাত ১১.৪০ মিনিটে ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে সকাল ১০.১০-এ। পরের দিন নিউ জলপাইগুড়ি – হাওড়া পুজো স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে ১২টা৩৫ মিনিটে ছাড়বে। ৬ অক্টোবর, বৃহস্পতিবার হাওড়া পৌঁছবে রাত ১২.৫০-এ।
বুকিং কবে?
পুজো স্পেশাল ট্রেনের বুকিংয়ের তারিখ শিগগিরই জানা যাবে।
ওপরের স্পেশাল ট্রেনগুলি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে। উভয় দিকের ক্ষেত্রেই এই নিয়ম। বিশেষ ট্রেনগুলিতে জেনারেল, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিতের ব্যবস্থা থাকবে।