scorecardresearch
 

IRCTC VIKALP Scheme: ওয়েটিং লিস্টে আছেন? টিকিট কনফার্মড হবেই, দুর্দান্ত স্কিম

Train Ticket Reservation: দীপাবলি-ছট-এ লক্ষ লক্ষ যাত্রীরা বাড়ি ফেরেন। অনেকে বেড়াতে যান। ফলে এই সময় ট্রেনের টিকিট কাটার হিড়িক পড়ে। ভিড়ও বাড়ে। ভিড় সামলাতে বেশ কিছু রুটে স্পেশাল ট্রেনও চালানো হয়। কিন্তু মুশকিল হল, যাত্রীদের একাংশের দাবি, কিছুতেই কনফার্মড টিকিট পাচ্ছেন না।

Advertisement
IRCTC Train Ticket: বিকল্প স্কিমের বিষয়ে বিশদে জেনে নিন। IRCTC Train Ticket: বিকল্প স্কিমের বিষয়ে বিশদে জেনে নিন।
হাইলাইটস
  • বুদ্ধি খাটালেই অনেক উপায় পাবেন। সহজেই টিকিট বুক করতে পারবেন।
  • IRCTC-এর 'বিকল্প'(VIKALP) স্কিমের মাধ্যমেও টিকিট বুক করতে পারেন।
  • এই স্কিমের মূল উদ্দেশ্য হল টিকিট কনফার্মেশনের প্রক্রিয়াটা সহজ করা।

Train Ticket Reservation: দীপাবলি-ছট-এ লক্ষ লক্ষ যাত্রীরা বাড়ি ফেরেন। অনেকে বেড়াতে যান। ফলে এই সময় ট্রেনের টিকিট কাটার হিড়িক পড়ে। ভিড়ও বাড়ে। ভিড় সামলাতে বেশ কিছু রুটে স্পেশাল ট্রেনও চালানো হয়। কিন্তু মুশকিল হল, যাত্রীদের একাংশের দাবি, কিছুতেই কনফার্মড টিকিট পাচ্ছেন না।

কিন্তু একটু বুদ্ধি খাটালেই অনেক উপায় পাবেন। সহজেই টিকিট বুক করতে পারবেন। বাড়ি যাওয়ার জন্য কনফার্মড টিকিট না পেলে সেক্ষত্রে IRCTC-এর 'বিকল্প'(VIKALP) স্কিমের মাধ্যমেও টিকিট বুক করতে পারেন।

বিকল্প স্কিম(VIKALP) কী?

এই স্কিমের মূল উদ্দেশ্য হল টিকিট কনফার্মেশনের প্রক্রিয়াটা সহজ করা। যদি কোনও যাত্রী ওয়েটিং লিস্টে টিকিট বুক করেন এবং তাঁর টিকিট কনফার্ম না হয়, তখন তিনি এই বিকল্প স্কিমের মাধ্যমে পরের ট্রেনের টিকিট পেতে পারেন। এর জন্য যাত্রীদের অতিরিক্ত ফি দিতে হবে না। এর মাধ্যমেই তাঁদের পছন্দের ট্রেনে সিট পেয়ে যাবেন। তবে এই স্কিমের মাধ্যমে অন্যান্য আরও অপশন পাবেন।

বিকল্প স্কিম পেতে হলে, যাত্রীদের অনলাইনে টিকিট বুক করার সময়ই এই বিকল্প অপশন বেছে নিতে হবে। শুধুমাত্র অনলাইন বুকিংয়ের সময়ই এই স্কিমের সুবিধা পাবেন। কোনও জরুরি পরিস্থিতিতে এমার্জেন্সিতে ওয়েটিং টিকিট নেন এমন যাত্রীদের জন্য এটা বেশ ভাল স্কিম।

আরও পড়ুন

বিকল্প স্কিমে টিকিট কাটবেন কীভাবে?

IRCTC ওয়েবসাইট(IRCTC booking) থেকে টিকিট বুক করার সময়ই আগে ট্রেনে সিট অ্যাভেইলেবল কিনা তা দেখে নিতে ববে। যদি বোঝেন যে খুব কম আসন বাকি আছে, তাহলে আপনি VIKALP অপশনটি বেছে নিতে পারেন।

কিভাবে টিকিট বুক করবেন?

প্রথমে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এখানে আপনার গন্তব্য, তারিখ এবং আপনি কোন ক্লাসে যেতে করতে চান সেটা সিলেক্ট করুন। এর পর আপনাকে বিস্তারিত ডিটেইলস দিতে হবে। এর পর VIKALP অপশনে ক্লিক করুন। সেটা করলেই বিকল্প ট্রেনের তালিকা দেখতে পাবেন। আপনার পছন্দ অনুযায়ী ট্রেনটি বেছে নিতে পারবেন। চার্ট তৈরি হয়ে গেলে, বিকল্প ট্রেন কনফার্ম করতে আপনার PNR Status চেক করুন।

Advertisement

Advertisement