স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন, এটা এখন ভাইরাল। মহিলাকে চড়থাপ্পড় মেরেই চলেছেন এক ব্যক্তি। কিন্তু ব্যাপারটা আসলে কী? ঘটনাটি গুজরাতের আমদাবাদের একটি সোনার দোকানের। মুখে ওড়না বেঁধে ঢুকেছিলেন এই মহিলা। আচমকা দোকানির উপরে লঙ্কাগুঁড়ো ছুড়ে দেন। উদ্দেশ্য লুঠ! তবে দোকানি ধরে ফেলেন। তারপরই চড়ের পর চড়! মহিলা পলাতক। খোঁজ চালাচ্ছে পুলিশ।