'ওরা একদিন যাবেই। অন্য সরকার আসবে। লোকসভায় ও রাজ্যসভায় সংশোধনী করা হবে'। ওয়াকফ আইন নিয়ে জানিয়েছিলেন মমতা। তারপরই ভাইরাল হয়েছে শাহের ২৫ মার্চের একটি মন্তব্য। তিনি বলেছিলেন,'অনেক দেরি। ১৫-২০ বছর কেউ আসতে পারবে না'।