সরকারি চাকরির হল টিকিট নিয়ে পালাল ঈগল। ঘটনাটি ঘটেছে কেরলে। নানা চেষ্টা করলেও পাখিটি টিকিট ছাড়েনি। এরপর সে পরীক্ষার্থীর কাছেই সেই টিকিটটি দিয়ে উড়ে গেল।