খুব মনোযোগ দিয়ে খাতা দেখছেন তিনি। মাঝে মাঝে কমপিউটারে মিলিয়ে নিচ্ছেন সব ঠিক আছে কিনা। সবাই তো অবাক। নতুন চাকরিতে ঢুকেছেন না কি ইনি। আশপাশের সবাই দেখছেন তাঁকে। কিন্তু তাঁর কোনও ভ্রুপেক্ষ নেই। ইনি লেজ বিশিষ্ট হনুমান। হঠাৎ বোলপুর রেল স্টেশনের এনকোয়ারিতে ঢুকে পড়েন। সবাই কাজ ঠিক মতো করছেন কিনা। কোনও ভুলচুক হচ্ছে কিনা, তা কমপিউটার এবং লেজার খাতার মধ্যে মিলিয়ে নিচ্ছেন।