এরিক গারসাটি। ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত। দীপাবলি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হিন্দি গানে নাচলেন তিনি। জনপ্রিয় গান \'তওবা তওবা\'-তে কোমল দোলালেন। যা ভাইরাল হয়েছে। ভালোই নাচেন এরিক। ভিডিও দেখে বলছেন নেটিজেনরা।