মন্দিরে কাজ চলছে। প্রফুল্ল শ্রীবাস্তব নামের এক সদা-সক্রিয় ডাক্তারবাবু এগিয়ে এলেন ‘শ্রমদান’ করতে। হাতে তসলা, উৎসাহে ভরপুর। প্রথম তসলা সিমেন্ট গর্তে ফেলে বললেন, 'তুলুন ভাই, ছবি তুলুন!' কিন্তু আশেপাশে কেউ বলল, 'আরেকটা দিন, না হলে ছবিটা জমবে না!' ডাক্তারবাবুও রাজি। দ্বিতীয় তসলা হাতে, তিনি এগোলেন… আর মাটি দেবে গিয়ে সোজা ছ’ফুট গর্তে! সৌভাগ্যবশত গুরুতর কিছু হয়নি, তবে মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে অমূল্য মুহূর্তটি। এখন সেটাই ভাইরাল নিজেই পরে বলেন, 'আমি তো শুধু প্রথম তসলা ফেলতে চেয়েছিলাম, ছবি তুলতে গিয়ে গর্তে পড়ে গেলাম !'