পাকা কাঁঠালের গন্ধ পেয়েই সকাল সকাল হাজির তিনি। বনদফতরের অফিস চত্বরে থাকা পাকা কাঁঠাল দিয়েই ব্রেকফাস্ট সারল এক দাঁতাল। মঙ্গলবার সকালে এমনই ছবি দেখা গেল ডুয়ার্সের বিছাভাঙা বিটের বনদফতরের অফিস চত্বরে। গাছ থেকে কাঁঠাল পেড়ে ব্রেকফাস্ট সেরে হাতিটি ফিরে গেছে জঙ্গলে। দেখুন ভিডিও