ফের তৃণমূলের মহিলা নেত্রীদের দাদাগিরি খড়্গপুরে। প্রবীণ সিপিআইএম নেতাকে রাস্তায় ফেলে মার দুই তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার কয়েকজন অনুগামীর। ঘটনাটি ঘটেছে খড়্গপুরের খরিদা মোড় এলাকায়। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওই তৃণমূল নেত্রীকে শোকজ-এফআইআর দায়ের করল দল।