জুনাগড়ে, গির এবং গিরনায় জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে সিংহ। এবার জুনাগড় শহরের রাস্তায় দেখা গেল। কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল। বন দফতরের আধিকারিকরা গিয়ে সিংহটিকে জঙ্গলের দিকে পাঠায়।