SIR-এর বিরুদ্ধে দিল্লিতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ INDIA জোটের বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও মিতালি বাগ। মহুয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অসুস্থ মহুয়াকে যখন সুস্থ করতে পাখার হাওয়া করছেন অন্যান্য সাংসদরা, তখন মহুয়া জানলার বাইরে কাউকে একটি উড়ন্ত চুম্বন পাঠালেন এবং হাসলেন।