দাউ দাউ করে জ্বলছে বাঁশের চিতা! কিন্তু আসল চিতা নয়। মেয়ের কুশপুতুল দাহ করছেন মা-বাবা। হিন্দু মতে জীবিত মেয়ের শেষকৃত্য। কিন্তু কেন? কারণ জানলে চমকে যাবেন। আসলে মেয়ে ভিনধর্মের ছেলেকে বিয়ে করেছেন। মা-বাবা হাতে-পায়ে ধরলেও কথা শোনেননি যুবতী। আর তাই মেয়ের শেষকৃত্য করে শ্রাদ্ধ করার সিদ্ধান্ত। ঘটনাটি রাজগঞ্জের। শুনুন বাবার কথা।