পকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'রুটি খেতে চান নাকি বুলেট'? গুজরাতের এক জনসভায় একথা শোনা যায় তাঁর মুখে। পাকিস্তানের ভবিষ্যৎ নিয়েও তাদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'পাকিস্তানের শিশুরা যেন বোঝে, তাদের সেনাবাহিনী সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। পাকিস্তানের জনগণ ও যুবসমাজের উচিত দেশকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে এগিয়ে আসা।'