লরির ধাক্কায় দুমড়ে গেল স্কুটার। অলৌকিকভাবে বেঁচে গেলেন মহিলা চালক। কোঝিকোড়ের পেরিংগোলামে। সকাল সাড়ে ৭টায় হঠাৎ পিছনের দিকে চলতে শুরু করে ট্রাক। কিছু বোঝার আগেই পিছনে থাকা স্কুটার আরোহী পড়ে যান। তবে তাঁর কোনও ক্ষতি হয়নি।