'এখানে আমাদের মুসলমানদের দল বলছে। সেজন্য আমরা পুরীর মন্দিরে ঢুকতে পারব না। আমরা মুসলিম লীগ করছি, ওরা হিন্দু লীগ'। নিজের বিতর্কিত বক্তব্যের সাফাই দিতে গিয়ে বিজেপিরে বিঁধলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।