সুন্দরবনের পীরখালিতে বনের রাজার বিরল দৃশ্য। একটি নয়, একসঙ্গে দেখা মিলল ৩টি রয়্যাল বেঙ্গল টাইগারের। রাজ্যজুড়ে শীতের আমেজ নামতেই, নদীতে ৩টি বাঘের খেলা করার মুহূর্ত অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করলেন স্থানীয় বাসিন্দা। শীতকালে সুন্দরবনে পর্যটকদের ভিড় বাড়ে, কারণ বাঘ দর্শনের চান্স বেশি থাকে। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যে কোনও পর্যটকের কাছে ভাগ্যের।