ভিডিও কলে মা বলছেন,'আত্মসমর্পণ করে দাও'। আমির নাজির ওয়ানি বলল,'আগে সেনাকে আসতে দাও'। ত্রাল এনকাউন্টারে নিহত জঙ্গির সঙ্গে তার মায়ের ভিডিওকল ভাইরাল নেটমাধ্যমে। জানা গিয়েছে, সেনা চেয়েছিল সে আত্মসমর্পণ করুক। কিন্তু আমির গুলি চালায়। তার পাল্টা দিতে বাধ্য হয় সেনা।