জলমগ্ন রাস্তা। এই যুবক খুঁজছে নিজের ফোন। চোখে জল। হয়তো তিল তিল করে টাকা জমিয়ে ফোন কিনেছেন তিনি। ব্যাপারটা মামুলি মনে হতে পারে। তবে যে হারিয়েছে সে-ই জানে মর্ম। ঘটনা রাজস্থানের জয়পুরের। গোটা দেশের নজর কেড়েছে এই ভিডিও।