scorecardresearch
 

ইনি মানুষ না রোবট? কীভাবে বুলেট গতিতে ট্রেনের টিকিট কাটছেন দেখুন, VIDEO VIRAL

ট্রেনে ভ্রমণের জন্য কাউন্টার থেকে টিকিট কাটা সময়সাপেক্ষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে উৎসবের সময়, সেসময় রেলে যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে। যদিও যাত্রীদের সুবিধার্থে সব স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম) বসানো হয়েছে, কিন্তু অতিরিক্ত ভিড় হলে তাও সমস্যা হয়ে দাঁড়ায়।

Advertisement
বুলেট গতিতে কেটে ফেলছেন টিকিট, ভাইরাল বৃদ্ধ বুলেট গতিতে কেটে ফেলছেন টিকিট, ভাইরাল বৃদ্ধ
হাইলাইটস
  • ট্রেনে ভ্রমণের জন্য কাউন্টার থেকে টিকিট কাটা সময়সাপেক্ষ
  • ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়
  • এদিকে, টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট করে দেওয়া এক বৃদ্ধের ভিডিও ভাইরাল

ট্রেনে ভ্রমণের জন্য কাউন্টার থেকে টিকিট কাটা সময়সাপেক্ষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে উৎসবের সময়, সেসময় রেলে যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে। যদিও যাত্রীদের সুবিধার্থে সব স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম) বসানো হয়েছে, কিন্তু অতিরিক্ত ভিড় হলে তাও সমস্যা হয়ে দাঁড়ায়।

এদিকে, টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট করে দেওয়া এক বৃদ্ধের ভিডিও ভাইরাল। 'বুলেট গতিতে' যাত্রীদের টিকিট দিতে দেখা যায় ওই বৃদ্ধকে। ভিডিওটি @mumbairailusers নামে একটি ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা- 'ভারতীয় রেলওয়ের কোথাও একটা... এই ব্যক্তি ১৫ সেকেন্ডে ৩ জন যাত্রীকে টিকিট দিচ্ছেন।'

রেল কর্মচারী নাকি রোবট? রসিকতা নেটিজেনদের

রেলওয়ের এই কর্মচারীর ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই বৃদ্ধ কর্মচারীকে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন থেকে ট্রেনের টিকিট কাটতে দেখে তাজ্জব বনে যায় সকলেই। ভিডিওতে দেখা যায়, মাত্র ১৫ সেকেন্ডে ৩টি টিকিট কেটে ফেলেন ওই ব্যক্তি।


কর্মচারী এত দ্রুত এই কাজ করে যে মানুষ বলতে বাধ্য হয়- 'তুমি মানুষ না রোবট...'

এই ভিডিওটি এখন পর্যন্ত ৯ লক্ষের বেশি ভিউ পেয়েছে। ট্যুইটারে অনেক ব্যবহারকারী রেলের এই কর্মচারীর প্রশংসা করেছেন। এক ব্যক্তি বললেন- এরকম আরও কর্মী এলে টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর সমস্যা মিটে যাবে। একই সঙ্গে এক ব্যক্তি লিখেছেন- চমৎকার কাজের জন্য তাঁকে পুরস্কৃত করা উচিত।

Advertisement
Advertisement