scorecardresearch
 

Viral Video : মঞ্চ থেকে 'মির্জাপুর ৩'-এর ঘোষণা মদন মিত্রের! সোশ্যাল মিডিয়ায় তুলকালাম

ফের ভাইরাল মদন মিত্র। রাজ্য রাজনীতিতে তিনি সবসময় এক বর্ণময় চরিত্র। বিশেষ করে তাঁর ফেসবুক লাইভ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এবার ফের সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রকে ঘিরে চর্চা তুঙ্গে। সম্প্রতি এক জনসভায় মির্জাপুর ৩ এর কথা বলেছেন তিনি। জনপ্রিয় ওয়েবসিরিজ মির্জাপুরের ২টো সিজন এখনও পর্যন্ত রিলিজ হয়েছে।

Advertisement
হাইলাইটস
  • মির্জাপুর ৩ এর ঘোষণা মদন মিত্রের
  • ভাইরাল হল ভিডিও
  • ফের শিরোনামে মদন মিত্র

ফের ভাইরাল মদন মিত্র। রাজ্য রাজনীতিতে তিনি সবসময় এক বর্ণময় চরিত্র। বিশেষ করে তাঁর ফেসবুক লাইভ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এবার ফের সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রকে ঘিরে চর্চা তুঙ্গে। সম্প্রতি এক জনসভায় মির্জাপুর ৩ এর কথা বলেছেন তিনি। জনপ্রিয় ওয়েবসিরিজ মির্জাপুরের ২টো সিজন এখনও পর্যন্ত রিলিজ হয়েছে। এক্ষেত্রে মদন মিত্রের মুখে মির্জাপুর ৩ এর কথা শুনে স্বাভাবিক ভাবেই কৌতুহল বেড়েছে নেটিজেনদের মধ্যে। 

কী বলেছেন মদন মিত্র

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মদন মিত্র বলছেন, "তোমরা পুরুলিয়াতে মেদিনীপুর বানাতে চাইছ না, আমি মদন মিত্র বলে রাখছি, বানালে মেদিনীপুর বানাতে দেব না।  মির্জাপুর ২ পর্যন্ত হয়েছে। এবার আমি মির্জাপুর ৩ বানিয়ে দিয়ে যাব।" এর পরেই এই ভিডিও কার্যত ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বেশ কিছু মিমও এই সঙ্গে ভাইরাল হয়। যদিও এবারই প্রথম নয়।

আরও পড়ুন, সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য়, এবার মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এর আগেও মদন মিত্র বিভিন্ন মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় চর্চায় থেকেছেন। তাঁর ফেসবুক লাইভ ঘিরে প্রত্যেকের আগ্রহ তুঙ্গে থাকে। সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ সক্রিয় মদন মিত্র। তাঁর ছবি কিংবা পোস্টে কয়েক হাজার লাইক-কমেন্ট পড়ে। ভাইরাল এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। তবে মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই পুরুলিয়াতে মদন মিত্র একথা বলেছেন। তৃণমূলের একটি সভা থেকেই একথা বলেছেন মদন মিত্র।  


ভাইরাল হল ভিডিও

জনপ্রিয় ওয়েবসিরিজ মির্জাপুর উত্তরপ্রদেশের একটি জেলাকে ঘিরে। যেখানে ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই বাহুবলীর সংঘর্ষ সঙ্গে রয়েছে একরাশ নাটকীয়তা। সোশ্যাল মিডিয়ায় মির্জাপুরের প্রত্যেকটি ডায়লগ বেশ জনপ্রিয়। এমন অবস্থায় মদন মিত্রের মুখে মির্জাপুরের নাম শুনেই স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়েছে বিষয়টি। অনেকেই ঠাট্টার সুরে বলছেন, মির্জাপুর ৩ হলে, মদন মিত্রকে কোন চরিত্র দেওয়া হবে? যদিও মদন মিত্রের পেজ থেকে এ ভিডিওটি আপলোড করা হয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 

Advertisement

Advertisement