scorecardresearch
 

স্বামীকে বিক্রি করতে চেয়ে মহিলার পোস্ট Viral, 'খাওয়া-পরা দিলে বিশ্বস্ত থাকবে বর'

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ বিভিন্ন কারণে দেখা গিয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের এক মহিলা তাঁর স্বামীর একটি কাজে এতটাই বিরক্ত হন, যে তিনি প্রতিশোধ নিতে স্বামীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন! এর জন্য, এমনকি অনলাইন নিলাম সংস্থায় তিনি তাঁর স্বামীর দরও করেন।

Advertisement
স্বামীকে বিক্রি করতে স্ত্রীয়ে পোস্ট ভাইরাল স্বামীকে বিক্রি করতে স্ত্রীয়ে পোস্ট ভাইরাল
হাইলাইটস
  • স্বামীকে বিক্রি করতে চেয়ে মহিলার পোস্ট
  • 'খাওয়া-পরা দিলে বিশ্বস্ত থাকবে বর'
  • জানুন বিস্তারিত তথ্য

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ বিভিন্ন কারণে দেখা গিয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের এক মহিলা তাঁর স্বামীর একটি কাজে এতটাই বিরক্ত হন, যে তিনি প্রতিশোধ নিতে স্বামীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন! এর জন্য, এমনকি অনলাইন নিলাম সংস্থায় তিনি তাঁর স্বামীর দরও করেন।

'মিরর ইউকে'-এর মতে, নিউ জিল্যান্ডে বসবাসকারী ওই মহিলার নাম লিন্ডা ম্যাকঅ্যালিজার, যিনি তাঁর স্বামীর ঘনঘন ঘোরাঘুরির অভ্যাসে বিরক্ত হয়ে অদ্ভুত পদক্ষেপ নেন। লিন্ডা যখন তাঁর স্বামীকে অনলাইনে বিক্রি করার পরিকল্পনা করেন, তখনও তিনি বাড়িতে ছিলেন না। কোথাও বেড়াতে গিয়েছিলন ওই ব্যক্তি।

স্বামীকে বিক্রি করতে স্ত্রী যা করলেন

লিন্ডা ম্যাকঅ্যালিস্টার তাঁর ৩৭ বছর বয়সী স্বামী জন ম্যাকঅ্যালিস্টারকে অনলাইন নিলামে বিক্রির জন্য একটি প্রোফাইল তৈরি করেন। তারপর জনের প্রোফাইল ট্রেড মি-তে 'হাজব্যান্ড ফর সেল'-এর অধীনে তালিকাভুক্ত করে দেন তিনি। লিন্ডা একটি বিজ্ঞাপন তৈরি করে স্বামীর 'সেলিং প্রোফাইল' তৈরি করে ট্রেডিং সাইটে বিক্রির জন্য রাখেন।

জনের প্রোফাইল লেখা ছিল- উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। বয়স ৩৭ বছর। পেশা কৃষিকাজ। কেউ কিনলে বিনামূল্যে ডেলিভারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে এটাও লেখা ছিল যে, স্বামীকে খাবার ও জল দিলে স্বামী বিশ্বস্ত থাকবেন। কিছুক্ষণের মধ্যেই ১২ জন কিনতে ইচ্ছুক ছিলেন বলে জানান। এর পরেই নিলামে দর বাড়িয়ে ১০০ ডলার করা হয়। যদিও ওই সাইট কর্তৃপক্ষ পোস্টটি সরিয়ে দেয়।

কেন এই পদক্ষেপ নিলেন স্ত্রী?

জন খুব ঘুরতে পচ্ছন্দ করতেন। লিন্ডা তাঁর নিজের এই অভ্যাসের সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পাচ্ছিলেন না। এমনকী কয়েকদিন আগে তাঁদের সন্তানদের ছুটি ছিল। তখন জন শিশুদের সঙ্গে না থেকে একাই হাঁটতে বের হন। তাঁর স্বামীর এই অভ্যাস সম্পর্কে, লিন্ডা বলেন যে জন ভ্রমণ করতে ভালোবাসেন। কিন্তু বাচ্চাদের ছুটিতে তাঁকে সাহায্য করার পরিবর্তে জন আবার বাড়ি থেকে বেরিয়ে যান। তাই লিন্ডাকে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে নিউজিল্যান্ডের লিন্ডা এবং জনের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। জন অবশ্য তাঁর স্ত্রী লিন্ডার এই বিজ্ঞাপনটিকে খুব মজার বলে মনে করেন। আপাতত নিজের অভ্যাস তিনি পরিবর্তন করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন জন।

Advertisement