BY- Aajtak Bangla

বলে কয়ে আসে না অসুখ, বাড়িতে রাখুন এই ৫ ওষুধ

বলে কয়ে আসে না অসুখ, বাড়িতে রাখুন এই ৫ ওষুধ

3 September, 2024

রোগ কখনও বলে-কয়ে আসে না। হঠাৎ করে শরীর খারাপ হতেই পারে। 

অথবা ধরুন নিমন্ত্রণ খেয়ে ফিরলেন। তারপর রাতে চোঁয়া ঢেকুর, পেটে যন্ত্রণা।

এমন পরিস্থিতিতে হাতের কাছে কিছু ওষুধ থাকাটা খুবই প্রয়োজন। সাময়িক হলেও স্বস্তি পাবেন। 

তাছাড়া জ্বর, মাথা যন্ত্রণাতেও কিছু ওষুধ কাজে লাগতে পারে। আসুন জেনে নেওয়া যাক। 

প্যারাসিটামল- হঠাৎ জ্বর এলে কাজে আসবে। সবসময়ে এক পাতা কিনে রেখে দেবেন। 

অ্যান্টাসিড- বেশি তেল-মশলাযুক্ত খাবার খেয়ে ফেলেছেন? অ্যান্টাসিডের মাধ্যমে কমাতে পারেন হাঁসফাঁস ভাব। 

ব্যথা কমানোর স্প্রে- হঠাৎ পড়ে গিয়ে চোট পেয়েছেন? এমন সময়ে ব্যথা কমানোর স্প্রে কাজে আসতে পারে।

ORS- ডায়রিয়া জাতীয় সমস্যায় শরীরে ডিহাইড্রেশন হতে পারে। সেক্ষেত্রে ওআরএস খাওয়া উচিত। 

রাবিং অ্যালকোহল- কেটে-ছড়ে গেলে রাবিং অ্যালকোহল দিয়ে ক্ষতস্থান মুছে নিতে পারেন। এটি সংক্রমণ এড়াতে সাহায্য করবে।