19 November, 2023

BY- Aajtak Bangla

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত দেশ, ক্রিকেট নিয়ে এই সিনেমাগুলি দেখেছেন কি?

আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি। নরেন্দ্র মোদি স্টেডিয়াম প্রস্তুত হচ্ছে বিশ্বকাপ ফাইনালের জন্য।

দেশজুড়ে যখন ক্রিকেট জ্বরে সবাই কাবু, বলিউডেও ক্রিকেট নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু হিট সিনেমা।

ক্রিকেট নিয়ে সেই ৭ বলিউড ছবি ফিরে দেখা যাক আরও একবার।

১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জিতেছিল প্রথমবার। সেই ফ্লেভার নিয়েই পরিচালক কবীর খান তৈরি করেন ৮৩। যেখানে কপিল দেবের ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর সিংকে।

প্রয়াত সুশান্ত সিং রাজপুত তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো ছবিতে অভিনয় করেন। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে প্রধান চরিত্রে দেখা যায় সুশান্তকে।

বলিউড ক্রিকেট সিনেমায় কিছুতেই লগান-কে তালিকা থেকে বাদ দেওয়া যায় না। ব্রিটিশদের সঙ্গে গ্রামবাসীদের ক্রিকেটের লড়াই দেখার মতো। এই ছবিতে দারুণ অভিনয় করেছিলেন আমির খান।

এক অবসরপ্রাপ্ত ক্রিকেটারের জীবনযাত্রা নিয়ে তৈরি হয় জার্সি। শাহিদ কাপুরের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করেছিল।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে নিয়ে তৈরি হয় সাবাশ মিঠু। যেখানে নামভূমিকায় ছিলেন তাপসী পান্নু।

৪১ বছর বয়সে আইপিএল-এ যোগ দিয়েছিলেন প্রবীণ তাম্বে। তাঁর বায়োপিক তৈরি হয়, যার নাম কৌন প্রবীণ তাম্বে? যেখানে নাম ভূমিকায় দেখা যায় শ্রেয়াস তলপড়েকে।

ভারতীয় ক্রিকেটের আইকনিক ব্যক্তিত্ব সচিন তেন্ডুলকারকে নিয়ে বলিউডে ডকুমেন্টারি তৈরি হয়। সচিন: অ্য বিলিয়ন ড্রিমস-এ খোদ তাঁকেই দেখা গিয়েছিল।

আরও একটি সিনেমা তৈরির পথে। ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্ন অধিনায়ক ঝুলন গোস্বামীকে নিয়ে তৈরি হচ্ছে চাকদা এক্সপ্রেস। যেখানে ঝুলনের চরিত্রে অভিনয় করবেন অনুষ্কা শর্মা।