25 February, 2024

BY- Aajtak Bangla

এসি চালু করার আগে এই কাজগুলো করুন

গরম পড়তে না পড়তেই বাড়িতে কুলার ও এসির ব্যবহার শুরু হয়ে যায়।

যান্ত্রিক ত্রুটি কিংবা ময়লা জমে এসির কমপ্রেসর বন্ধ হয়ে যায়। এতে করে বিস্ফোরণের মতো অঘটন ঘটতেও পারে। 

এসি দুর্ঘটনা এড়াতে যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত

বাড়ি কিংবা অফিস রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্বাচন করতে হবে। যেমন ১৫০ বর্গফুট জায়গার জন্য অফিসের ক্ষেত্রে দেড় টন আর বাসাবাড়ির ক্ষেত্রে এক টন ধারণক্ষমতার এসি হলেই যথেষ্ট।

তাই উচিত সরাসরি শোরুম থেকে নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা। 

এসির অবস্থান হবে রুমের ছাদ থেকে কমপক্ষে ৩-৫ ইঞ্চি নিচে। তাতে রুমের বাতাস টেনে নেওয়া সহজ হবে এবং এসিও স্বাভাবিকভাবে কর্মক্ষম থাকবে। 

দেয়াল থেকে এর পেছনের অংশে কমপক্ষে ৭ ইঞ্চি ফাঁকা জায়গা থাকে। এর সামনে কমপক্ষে ৫ ফুট জায়গা ফাঁকা থাকা দরকার।

বৃষ্টি ও বজ্রপাতের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এসি বন্ধ রাখুন।

হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করুন।