19 May, 2023

BY- Aajtak Bangla

বান্ধবীর স্তনে হাত, এই অভিনেত্রী লেসবিয়ান? খোলসা হল...

টিভি অভিনেত্রী অঞ্জুম ফকিহ বরাবরই বিন্দাস মেজাজের জন্য খবরের শিরোনামে থাকেন। কুণ্ডলি ভাগ্য সিরিয়াল থেকে পরিচিত পেয়েছেন।

অঞ্জুমের সহ-অভিনেত্রী শ্রদ্ধা আর্যের সঙ্গে দারুণ বন্ধুত্ব। স্ক্রিনে তো বটেই, রিয়াল লাইফেও।

মাস খানেক আগে দুজনের একটি ছবি নিয়ে বিতর্ক হয়েছিল। একটি ছবি সামনে এসেছে, যেখানে দেখা গেছে, শ্রদ্ধা অঞ্জুমের স্তনে হাত রেখেছেন।

অঞ্জুমকে অনেকে লেসবিয়ানের তকমা দেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্টে লেখেন, অঞ্জুম মহিলাদের প্রতি আকৃষ্ট।

যাবতীয় বিতর্কে এবার মুখ খুললেন খোদ অঞ্জুম। অভিনেত্রীর বক্তব্য, তিনি তাঁর সব বান্ধবীদের সঙ্গেই ভীষণ ঘনিষ্ঠ ও ভাল বন্ডিং।

একটি ইন্টারভিউতে অঞ্জুম বলেন, অনেকে ভাবেন, আমি মেয়েদের প্রতি আকৃষ্ট। আমার শুনতে ভালই লাগে। কিন্তু আমি তা নই। 

তিনি আরও বলেন, আমি আমার বান্ধবীদের খুব কাছের মানুষ। গালের পরিবর্তে ওদের ঠোঁটে KISS করি। এটাই আমার পার্সোনালিটি।

অঞ্জুমের কথায়, মানুষ ভাবে, আমি মেয়েদের প্রতি আকৃষ্ট। কিন্তু এটা নয়। 

অঞ্জুম একটি রিলেশনে রয়েছেন। মার্কেটিং প্রফেশনাল রোহিত যাদবের সঙ্গে ডেট করেন। সম্প্রতি সেই রিলেশন অফিসিয়াল করেছেন।