16 MAY 2025

BY- Aajtak Bangla

গুরুতর অসুস্থ অভিনেত্রী দীপিকা, সন্তান সামলাচ্ছেন কে? 

ছেলে রুহান এবং স্বামী শোয়েব ইব্রাহিমকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী দীপিকা কাকরের।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো পোস্ট করে শোয়েব জানিয়েছেন, গুরুতর অসুস্থ অভিনেত্রী দীপিকা। 

পেটে একটি টিউমার হয়েছে দীপিকার। অস্ত্রোপচার করে সেই টিউমার বার করতে হবে।

অনেক দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। টেস্টে ধরা পড়ে নায়িকার পেটে একটি বড় টিউমার রয়েছে।

দীপিকার লিভারের বাঁ দিকে রয়েছে টিউমারটি। আয়তন একটি টেনিস বলের থেকেও বড়।

স্ত্রীর এই শারীরিক অবস্থা, বাড়িতে ছোট ছেলে, খুব ভয় পেয়েছেন শোয়েব।

প্রথমে তাঁরা টিউমারের কথা শুনে ভেবেছিলেন হয়তো তা ক্যানসারের দিকে মোড় নিতে পারে। কিন্তু রিপোর্ট আসার পর আশ্বস্ত হয়েছেন। 

ছেলে রুহান এখনও বুকের দুধ পান করে। ফলে উদ্বিগ্ন দীপিকা।  

হাসপাতালে থাকাকালীন ছোট ছেলেকে কী ভাবে সামলাবেন তিনি, তা ভেবেই রাতের ঘুম উড়েছে দীপিকার।