BY- Aajtak Bangla

৩৬-এ পা শ্রাবন্তীর, অভিনেত্রীর প্রথম পারিশ্রমিক কত জানেন?

13 AUGUST, 2023

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী।

৩৬ বছরে পা দিলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন বেশ চর্চায়।

মাত্র ১৬ বছর বয়সে শ্রাবন্তী বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে।  কিন্তু দীর্ঘ কয়েক বছর সংসার করার পর সেই সম্পর্ক ভেঙে যায়।

এরপর শ্রাবন্তীর জীবনে আসে মুম্বইয়ের এক মডেল কৃষ্ণ বিরাজ। তাঁর সঙ্গেও বিয়ে হয় তবে বিয়ের অল্পদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায় অভিনেত্রীর।

এর কিছু বছর পর শ্রাবন্তী ঘটা করে বিয়ে করেন রোশন সিংয়ের সঙ্গে। তবে না, এবারও অভিনেত্রীর এই সম্পর্ক টিকল না।

মাঝে অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেও সম্পর্কের গুজব শোনা যায় শ্রাবন্তীর, কিন্তু সেটা নিছকই গুজব বলেই জানিয়েছেন অভিনেত্রী।

জীবনে একাধিক ওঠানামা থাকলেও অভিনয় পেশা ছাড়েননি শ্রাবন্তী।

শ্রাবন্তীর প্রথম উপার্জন ছিল ২০০ টাকা। ১৯৯৬ সালে একটা ছবিতে কাজের জন্য তিনি এই টাকা পেয়েছিলেন।

এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে রয়েছে পরপর বেশ কিছু ছবির কাজ।

দেবী চৌধুরাণী সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন শ্রাবন্তী।

ছেলে ঝিনুককে নিয়ে এই বছরের জন্মদিনটাও ভালোই কাটাবেন শ্রাবন্তী।