24 May, 2023

BY- Aajtak Bangla

মেদ ঝরাতে জিমে শ্রাবন্তী, হবেন আপনিও মোটিভেট

টলিউডের অন্যতম গ্ল্যামারাস ডিভা শ্রাবন্তী। তবে ফিটনেসের ব্যাপারে খুব বেশি সচেতন নায়িকা এমনটা বলা যাবে না।

কিন্তু সম্প্রতি শরীরচর্চায় ভারী মন নায়িকার। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক ভিডিও।

ফিট শ্রাবন্তীকে হতেই হবে। যতই তিনি হাঁপিয়ে যান তিনি ফিট হয়েই দেখাবেন।

শ্রাবন্তীর ফিটনেস আপনাকেও মোটিভেট করবে। 

সামনেই রয়েছে নতুন সিনেমার শ্যুটিং। আর তার জন্যই এত পরিশ্রম করছেন অভিনেত্রী।

এর আগে অবশ্য শ্রাবন্তীর সঙ্গে জিম ট্রেনারের প্রেমের গুজবও শোনা গিয়েছিল।

তবে এইসব ট্রোলকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। তিনি এখন নিজের বাড়তি মেদ কমাতেই মনোযোগ দিয়েছেন।

দেবী চৌধুরাণী সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। তার জন্যই তাঁকে ওজন কমাতে হবে।

সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী। লন্ডনেও গিয়েছিলেন শ্যুটিংয়ে।

Next: আবার ছুটির মুডে মনামী, কোথায় গেলেন ঘুরতে?