05 JULY, 2023

BY- Aajtak Bangla

কলকাতায় মুক্তি পাচ্ছে আফরানের 'সুড়ঙ্গ', উন্মাদনা দর্শক মহলে

ওপার বাংলার সঙ্গে এপার বাংলার যোগ কিন্তু নিবিড়।

দুই বাংলার সংস্কৃতি একে-অপরের সঙ্গে বরাবরই যুক্ত।

বাংলাদেশের সিনেমা হাওয়া এ বাংলায় ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।

এবার আরও এক বাংলাদেশী ছবি মুক্তি পেতে চলেছে বাংলাতে।

আফরান নিশো বাংলাদেশের পাশাপাশি এই রাজ্যেও যথেষ্ট পরিচিত এক মুখ।

পশ্চিমবঙ্গে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায় কাইজার’ সিরিজের পর থেকে।

এবার রায়হান কাফী পরিচালিত সুড়ঙ্গ ছবি দিয়েই আফরান বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন।

মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ ভালো ভাবেই সাড়া ফেলেছে এই ছবি।

এই মাসেই সুড়ঙ্গ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কলকাতায়।