BY- Aajtak Bangla
7th May, 2024
নিউ ইয়র্কের তারকাখচিত মেট গালায় সকলের নজর কাড়লেন বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট।
ইন্টারনেট আলিয়ার থেকে চোখ সরাতে পারছে না। সবার চেয়ে আলাদা ছিলেন আলিয়া।
একেবারে ভারতীয় পোশাকেই সকলের চেয়ে নিজেকে আলাদা করে তুললেন রণবীর-ঘরণী।
ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছেন তিনি।
যার আঁচল ২৩ ফুটের, সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা এই শাড়িতে আলিয়া যেন কোনও পরী। ।
এই শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফলড প্লিট।
আলিয়া শাড়িটি পরেছিলেন একটি বাস্টিয়ার ব্লাউজের সঙ্গে। যাতে রয়েছে প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন, রাফলড হাতা। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ।
গয়না বলতে আলিয়া শুধু ছিল পরেছিলেন টায়রা ব্যান্ড, যা বর্তমানে দারুণভাবে ট্রেন্ডিং।
সব মিলিয়ে যেন স্বপ্নে দেখা রাজকন্যা তিনি। রাহার মা, রণবীর কাপুরের বউের সৌন্দর্যের কাছে হার মানেন একাধিক হলি তারকাও।