3rd October, 2023

BY- Aajtak Bangla

পুত্রের জন্য মঙ্গল কামনা, ষষ্ঠীপুজোর আয়োজন অনীকের পরিবারে

দিনকয়েক আগেই পুত্র সন্তান এসেছে সঙ্গীতশিল্পী অনীক ধরের পরিবারে। প্রতি মুহূর্তই এখন আনন্দের হয়ে উঠেছে অনীক ও তাঁর স্ত্রীর কাছে।

একদিকে মেয়ে আদ্যা ও অন্যদিকে ছেলে আদবান। দুজনকে নিয়ে সুখের পরিবার অনীকের।

আর সেই ছোট্ট আদবানের মঙ্গল কামনায় অনীকের পরিবারে আয়োজন করা হয়েছিল ষষ্ঠীপুজোর।

সন্তান জন্মানোর পর তাঁর মঙ্গল কামনায় পরিবারে পূজার্চনা করা হয়ে থাকে। অনীকের পরিবারেও তার অন্যথা হল না।

অনীক সেই সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে লিখলেন, ‘আদবান-এর মঙ্গল কামনায় বাড়িতে স্বপরিবারে ষষ্ঠী পুজোর আয়োজন। আমাদের কূল পুরোহিত শ্রী বাসুদেব চক্রবর্তী মহাশয় ও পরিবারের সকল সদস্যদের পাশে পেয়ে আমি অত্যন্ত খুশি।

ম্যাচিং ধুতি-পাঞ্জাবীতে একদিকে সেজে অনীক। তো অন্যদিকে, লাল ঢাকাই, সিঁদুর-গয়নায় বাঙালিয়ানা সাজে স্ত্রী দেবলীনা।

তোয়ালে মুড়ে ছোট্ট আদবান তখন বাবার কোলে ঘুমিয়ে। চলছে পুজোপাঠ। পুরোহিত আশীর্বাদ করছেন দু’হাত ভরে।

মা-বাবার সঙ্গে মানানসই পোশাকে সেজেছে আদ্যাও। লাল-সাদা গাউন, মাথায় ক্রাউন একেবারে অন্যরকম দেখাচ্ছে তাকে।

অনীকের মা-বাবার ছবিতে বহু ভক্তকে দাদু-ঠাকুমা হিসেবে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে।

সন্তানকে নিয়ে গৃহপ্রবেশ থেকে শুরু করে প্রতিটা ছোট ছোট মুহূর্ত উদযাপন করছেন তাঁরা।

আদবানের জন্মের দিনই অনীক হাসপাতাল থেকেই সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন।