29 September, 2023
BY- Aajtak Bangla
বলিপাড়ার পরিচিত মুখ জাহ্নবী কপূর
শ্রীদেবী ও বনি কপূরের মেয়ে
শ্রীদেবী ও বনি কপূরের মেয়ে
এমন এক পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও নীল ছবির সাইটে ফাঁস হয়ে যায় জাহ্নবীর ছবি
যদিও ছবিটি জাহ্নবীর হলেও তাতে কারসাজি করা হয়েছিল বলেই জানান অভিনেত্রী
কিশোরী জাহ্নবীর ছবিতে কারসাজির জন্য স্কুলেও হেনস্থা হতে হয়েছে তাঁকে
জাহ্নবীর সংযোজন, লোকে এই মর্ফ করা ছবিগুলিকে সত্যি ভাবত।
বহু দিন পর্যন্ত শরীর নিয়ে খুব অস্বস্তি ছিল জাহ্নবীর
অভিনয় শুরু করার পর ধীরে ধীরে সেই চিন্তুগুলি কাটিয়ে উঠতে পেরেছেন তিনি