28 August, 2023

BY- Aajtak Bangla

মুখে সিগারেট, তা-ও ধরালেন না  শ্রীলেখা,  কেন জানেন?

v

নানা সময়ে চর্চায় থাকেন  অভিনেত্রী শ্রীলেখা মিত্র। 

নেট মাধ্যমে নিজের ছবি নিয়মিত শেয়ার করেন শ্রীলেখা। 

আবারও সোশ্যালে সাহসী ছবি দিয়েছেন শ্রীলেখা। 

এই ছবিতে দেখা যাচ্ছে তাঁর ঠোঁট ছুঁয়ে সিগারেট।

যদিও অভিনেত্রী লিখেছেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তবে তিনি সিগারেট ধরাননি। 

অভিনেত্রী বোঝালেন, ছবি তোলার জন্যই সিগারেট ঠোঁটে ধরেছেন। ধূমপান করেননি। 

  অভিনেত্রীর এই ছবিতে এসেছে অসংখ্য কমেন্ট। 

ভক্তরা লিখেছেন, আপনাকে দারুণ লাগছে। 

কারও আবার রসিক মন্তব্য, দেশলাই খুঁজছেন সিগারেট ধরানোর জন্য।