BY- Aajtak Bangla
18 JANUARY, 2024
ঢাকাই শোবিজের অন্যতম দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো।
দুজনেই ছোট পর্দায় রাজ করেছেন। পাশাপাশি এখন বড় পর্দা ও ওটিটিতেও সমান ভাবে কাজ করছেব ।
পেশাদার জীবনের বাইরে তারা বেশ ভালো বন্ধু বলেই জানেন ভক্ত-দর্শকরা। তবে তাদের মধ্যেও যে ‘অদৃশ্য প্রতিযোগিতা’ আছে, সেটা শোবিজের অন্দরমহলে মাঝেমধ্যে শোনা যায়।
বিভিন্ন সময়েই দুই বন্ধুর খুনসুটি, ভালোবাসার বিষয়গুলো উপভোগ করেছেন ভক্তরাও।
এবার সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে! অনেকদিন ধরেই তাদের একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। না বাস্তব জীবনে, না সোশ্যাল মিডিয়ায়।
এমনকি আগের মতো নাকি এখন যোগাযোগও নেই এই দুই তারকার মধ্যে
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অপূর্ব নিজেই। কিন্তু একসময়ের ভালো দু’জন বন্ধুর মাঝে এখন কেন যোগাযোগ বন্ধ?
অপূর্বের ভাষায়, ‘আমাদের একটু মান–অভিমান চলছে। অনেক দিন ধরে কথাবার্তা বলি না। বন্ধুত্বের মধ্যে আসলে শেয়ারিংটা হয়। বন্ধুত্বে আস্থা, বিশ্বাসটা সব থেকে বেশি থাকা উচিত বলে আমি মনে করি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমাদের সেই শেয়ারিংটা কম।’
এর পেছনের কারণটাও জানিয়েছেন অপূর্ব। তাঁর জন্মদিনে নিশোর কোনো শুভেচ্ছাবার্তা না জানানো থেকেই নাকি দু’জনের মাঝে দূরত্বের শুরু। বিষয়টি খোলাসা করেছেন অপূর্ব নিজেই।
উল্লেখ্য, ছোট পর্দার ইন্ডাস্ট্রিতে নিশোর অনেক আগেই তারকা হয়েছেন অপূর্ব। তবে গত অর্ধ দশকের পরিসংখ্যানা তাকালে নিশোর দাপটের বিষয়টি স্পষ্ট বোঝা যায়।
গুঞ্জন রয়েছে, জনপ্রিয়তার এই লড়াইয়ের কারণেই বন্ধুত্বের আড়ালে তাদের মধ্যে নির্বাক প্রতিযোগিতা বিদ্যমান।