BY- Aajtak Bangla
21 September, 2023
শেষ অবধি বিবাহ বিচ্ছেদ হয়েই যাচ্ছে বাংলাদেশের হট কাপল পরীমনি এবং শরীফুল রাজের।
দু-বছর যেতে না যেতেই পাঁচ নম্বর বিয়েও টিকলো না পরীমনির।
এতদিন ধরে কানাঘুষোতে শোনা গেলেও এবার অফিশিয়াল পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।
গত ১৮ তারিখ রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমনি। কারণ হিসেবে চারটি বিষয়কে সামনে এনেছেন পরী।
কারণ হিসেবে জানিয়েছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি।
এর আগে চলতি বছরের শুরুতে স্বামী মারধর করেন বলে অভিযোগ করেন পরীমনি।
পরীমনির দাবি, তাঁর সঙ্গে স্বামী যে আচরণ করেছে তাতে রাজের জেলে যাওয়া উচিত।
২০২১ সালে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে পরিচয় হয় দুজনের। গত বছর ১০ জানুয়ারি নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন তারা।
২০২২ সালের ২২ জানুয়ারি পরিবারের উপস্থিতিতে বিবাহ সারেন। আর এবছরই বিচ্ছেদ হয়ে গেল দুজনের।