BY- Aajtak Bangla
16 April, 2025
দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়া।
তাঁর রূপের আগুনে মজে আট থেকে আশি সকলেই।
এই বছর ইদে তাঁর সিনেমা জিন ৩ মুক্তি পেয়েছে। যা বেশ ভাল সাড়া ফেলেছে।
জিতের নায়িকা নুসরতের এই লুকসে বুঁদ নেটপাড়া।
সাদা রঙের নেটের ব্রালেট টপ আর সঙ্গে একই রঙের শর্টস পরে পুলের নীল জলে দেখা যাচ্ছে নুসরতকে।
ঢাকাই নায়িকার থেকে চোখ ফেরাতে পারবেন না।
খোলা চুল আর গোলাপি রঙে রাঙানো ঠোঁট বুকের মধ্যে ঝড় তুলবে।
নুসরতের ভেজা শরীর সোশ্যাল মিডিয়ায় পারদ চড়াচ্ছে। ইলিশ রান্না করে থাকেন। এতেও স্বাদ ভাল আসে ইলিশের।
এই মুহূর্তে মালেশিয়াতে রয়েছেন নায়িকা। আর সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করছেন সোশ্যালে।