20 August, 2023

BY- Aajtak Bangla

বিয়ের পর স্বামীর সঙ্গে একান্তে তাসনিয়া, কোথায় গেলেন?

আচমকাই বিয়ে করে লাখো লাখো পুরুষের হৃদয় ভেঙে দিয়েছেন কারাগার খ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

দীর্ঘ আট বছর প্রেমিককে গোপনে রাখার পর হঠাৎ করেই তাসনিয়ার বিয়ের খবর সামনে আসার পর অনেকেই অবাক হয়েছিলেন।

বিয়ের পর কিছুদিনের বিরতি নিয়ে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গেলেন অভিনেত্রী।  

সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে সবুজ রঙের পোশাকে দেখা গিয়েছে। তিনি মলদ্বীপে রয়েছেন স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে।

তাসনিয়া বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁরা বিয়ের পর চারদিনের জন্য মলদ্বীপে গিয়েছিলেন।

প্রাইভেট রিসর্টে থাকেন তাঁরা। বিয়ের পর এই সময়টা দারুণ ভালো কেটেছে নবদম্পতির।

আসলে খুব কম সময়ের জন্যই মধুচন্দ্রিমা কাটান তাসনিয়া-রেজওয়ান।  

কারণ তাসনিয়াকে শ্যুটিংয়ে ফিরতে হত। অন্যদিকে স্বামী রেজওয়ানকেও আমেরিকায় ফিরতে হবে।  

খুব তাড়াহুড়োতে এই বিয়ে সারেন অভিনেত্রী। শ্যুটিং থেকে মাত্র ১ দিনের ছুটি নিয়ে তাসনিয়া-রেজওয়ান বিয়ে করেন।

বিয়ের দিন তাসনিয়াকে লাল রঙের জামদানি শাড়িতে দেখা গিয়েছিল। দারুণ সুন্দরী লাগছিল 'কারাগার' অভিনেত্রীকে।