22 JULY, 2023
BY- Aajtak Bangla
বাঙালি মানেই সিনেমাপ্রেমী। আর বাংলাদেশ শুনলেই উঠে আসে নাটকের কথা।
বাংলাদেশের জনপ্রিয় নাটক অভিনেত্রী, কেয়া পায়েল আখতার, খুবই পরিচিত এক মুখ।
কাজের ফাঁকে একটু সময় পেতে না পেতেই নতুন কিছু ছবি তুলে ফেললেন।
জনপ্রিয় এই অভিনেত্রী কাজ করেছেন বহু বাংলা নাটকে।
জিয়াউল ফারুক অপূর্ব, যোভান, আফরান নিশো, তসিফ মেহবুব এর মত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
বাংলাদেশর নাটক মানেই এক রাশ ভালোবাসার ও রোমান্টিক গল্প।
ক্যারিয়ারে তিনি একটি ফিল্ম ও করেছেন নাম - ইন্দুবালা।
তাঁর সেরা নাটকগুলোর মধ্যে অন্যতম - সুইট কিস, কাবিননামা।
দুই বাংলাকেই মনে প্রাণে ভালোবাসেন কেয়া পায়েল।
নতুন প্রজেক্ট - হঠাৎ পাওয়া বউ। বর্তমানে তিনি রীতিমতো কাজে ব্যাস্ত থাকেন।