4th October, 2023

BY- Aajtak Bangla

অ্যানিমাল প্রিন্টের ব্রালেটে সাহসী এনা, নায়িকার কিলার পোজে উড়ছে ঘুম নেট পাড়ার

এনা সাহা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়ে ফেলেছেন। সেই সঙ্গে তো রয়েছে ফটোশ্যুটের একাধিক নজির।

এনার সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই তাঁর হট অ্যান্ড হ্যাপেনিং ছবি দেখতে পাবেন।

এই মুহূর্তে পর্দায় এনাকে খুব একটা দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়া পেজে তাঁর ফটোশ্যুট সকলের নজর কাড়ছে।

এনার সাম্প্রতিক ছবিগুলিতে দেখা গিয়েছে অভিনেত্রী অ্যানিমাল প্রিন্টের ব্রালেট পরে রয়েছেন।

উন্মুক্ত ক্লিভেজ। সাহসী ভঙ্গিমায় ছবি তুলেছেন অভিনেত্রী।

কোমরের নীচ থেকে সম্পূর্ণ অনাবৃত দুই উরু। এনাকে দেখে ঘুম উড়ছে নেট পাড়ার।

অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে সাদা বিছানায় বসে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে।

কেরিয়ার সেভাবে শাইন না করলেও এই ছবি পোস্ট করেই লাইমলাইট কেড়ে নিচ্ছেন অভিনেত্রী।

কিলার পোজে এনার শরীরী মোচড় হু হু করে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

বাংলা, তামিল, তেলেগু-তে কাজের অভিজ্ঞতা রয়েছে বং বিউটি এনা সাহার।   

Next: এঁদের কেমিস্ট্রি উষ্ণতার পারদ চড়ায়, ২০২৩-র Fresh জুটিদের দেখুন