BY- Aajtak Bangla

কালো মনোকিনিতে সাহসী মনামী, উষ্ণতা বাড়ল নেট দুনিয়ার

9 SEPTEMBER, 2023

টলিউডে ভীষণভাবে জনপ্রিয় মনামী ঘোষ। তাঁর বোল্ড লুক প্রায়ই ভক্তদের রাতের ঘুম কাড়ে।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সক্রিয় থাকেন অভিনেত্রী। তাঁর সাহসী অবতারের ছবি রীতিমতো পারদ চড়ায়।

এবারেও তার ব্যতিক্রম হল না। কালো মনোকিনিতে একেবারে ক্লিন বোল্ড করলেন মনামী তাঁর ভক্তদের।

বৃষ্টিভেজা দিনে মনামীর কালো মনোকিনি, পিছনে নীল সমুদ্র, সব মিলিয়ে চোখ সরাতে পারবেন না অভিনেত্রীর থেকে।

শাড়ি থেকে মনোকিনি সবেতেই সাবলীল তিনি।

অভিনেত্রীর শাড়ি লুকও মারাত্মকভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

মনামী শাড়ি লুকেও নেশা ধরাতে একেবারে সিদ্ধহস্ত। তাঁর মেদহীন চেহারা রীতিমতো আগুন ধরায় নেট দুনিয়ায়।

৪০ ছুঁইছুঁই অভিনেত্রীকে দেখলে বোঝাই যায় না তাঁর বয়স। তাঁর রূপের আগুনে জ্বলছে পুরুষ হৃদয়।

মনামীর অভিনয় রীতিমতো দর্শকদের কাছে প্রশংসিত। সোশ্যাল মিডিয়ায় তিনি এখন সেনসেশন।

বেলাশেষে ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমা পদাতিক-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।