BY- Aajtak Bangla
29 January, 2024
ভোজপুরী অভিনেত্রী মোনালিসা তাঁর নিজের আমেজে সকলকে নেশাগ্রস্ত করে রেখেছেন।
সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি মানেই উষ্ণতায় মাখামাখি ছবি। এবারেও কিন্তু, তার ব্যতিক্রম হল না।
লাল গাউনে মোনালিসা তাঁর উষ্ণতা ছড়াচ্ছেন নেট দুনিয়ায়।
তাঁকে দেখে চোখ সরানো মুশকিল। লং গাউনে মোনালিসা নেট দুনিয়ায় পারদ চড়াচ্ছেন।
মোনালিসার লাল গাউন থেকে উঁকি মারছে বক্ষযুগল। তাঁকে দেখে পুরুষ হৃদয়ে উঠছে ধুকপুকানি।
এর আগেও মোনালিসা তাঁর সাহসী অবতারের ছবি পোস্ট করে সকলকে পাগল করে দিয়েছেন।
গোয়ায় ছুটির মুডে রঙিন বিকিনিতে পুলের ধারে পোজ দিয়েছেন অভিনেত্রী। মোনালিসার বোল্ড অদায় পুড়ে ছাই পুরুষ হৃদয়।
পর্দায় যখন হাজির হন তখনও তাঁর শরীরী নেশায় ডুব দেয় দর্শক।
আর সোশ্যালেও খোলামেলা পোশাকে বা বিকিনি বেব অবতারে মাত দেন মোনালিসা।
খোলা পিঠে পুলের ধারে উষ্ণতার পারদ চড়াচ্ছেন ভোজপুরী অভিনেত্রী মোনালিসা।
মোনালিসা তাঁর সাহসী অবতারের পাশাপাশি মিষ্টি হাসি দিয়েও কাত করে দেন তাঁর ভক্তদের।