13 JUNE, 2023
BY- Aajtak Bangla
বোরখা পরে মসজিদে জেসমিন, আলির জন্য ধর্ম পরিবর্তন করলেন?
অভিনেত্রী তথা বিগ বস খ্যাত জেসমিন সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ।
সম্প্রতি তাঁকে বোরখা পরে মসজিদে দেখা যায়। আর তাতেই ক্ষুব্ধ অনেকে।
বোরখা পরে তাঁকে দেখা যায়, আবু ধাবির বিখ্যাত শেখ আবু জায়েদ মসজিদে।
সেই মসজিদ থেকে তিনি একটি ভিডিও শেয়ার করেন। যা ভাইরাল হয়।
সেই ভিডিও দেখে অনেকে প্রশংসা করেন। আবার কোনও কোনও নেটিজেন বেশ ক্ষুব্ধও হন।
যাঁরা জেসমিনকে এই লুকে দেখতে পছন্দ করছেন না তাঁরা তাঁকে ট্রোল করেছেন।
জেসমিনের বোরখা পরার জন্য অনেকে তাঁর বয়ফ্রেন্ড আলিকে টার্গেট করেছেন।
একজন লিখেছেন - অবশেষে আলি গনি তোমাকে হিজাব পরিয়েই ছাড়ল।
আর একজন লিখেছেন - আলি গনির জন্য নিজের ধর্ম পরিবর্তন করলেন?
Related Stories
গুরুতর অসুস্থ অভিনেত্রী দীপিকা, সন্তান সামলাচ্ছেন কে?
সচিবজি আর রিঙ্কির প্রেম জমে ক্ষীর, কবে থেকে দেখা যাবে পঞ্চায়েত ৪?
গরমে এসির ভেতরেও ঢুকে পড়ে সাপ! কী করবেন?
"সারা শরীর কাঁপছিল...," ধর্ষণের দৃশ্যের পরে বমি করেন দিয়া