BY- Aajtak Bangla

বিয়ে হয়ে গেল এই বলি নায়িকার, পাত্র নামী প্রযোজক, আদুরে ছবি দেখে নিন

21 FEBRUARY, 2024

বলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই। 

চারহাত এক হল অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানির। 

গোয়ার সমুদ্রসৈকতে বসেছিল রকুল-জ্যাকির বিয়ের আসর। 

পঞ্জাবি রীতি মেনেই বিয়ে সারলেন এই জুটি। 

বিয়ের পর ইনস্টাগ্রামে রকুল লিখেছেন, 'এখন থেকে সারাজীবনের জন্য আমার'।

গত বছর থেকে রকুল-জ্যাকির বিয়ের খবর বাতাসে ভাসছিল। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণতি পেল।  

পরিবারের সদস্যরা ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেক তারকাই।