BY- Aajtak Bangla
21 January, 2024
বলিউডের তাবড় তাবড় নায়কদের হৃদয়ে ঝড় তুলে ক্যাটরিনা বছর দুয়েক হল সংসার পেতেছেন বলি অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে।
বিয়ের পর ক্যাটরিনার গ্ল্যামার যেন আরও বেড়ে গিয়েছে। স্ত্রীর সৌন্দর্যে ভিকিও যে মুগ্ধতায় ভরে থাকেন, অভিনেতার ইনস্টাগ্রামের বেশ কিছু ছবি দেখে বোঝা যায়।
কিন্তু ক্যাটরিনার মতো এরকম ত্বক আপনিও পেতে পারেন। শুধু ঘুম থেকে উঠে রোজ করতে হবে এই ছোট্ট কাজ।
ত্বক ভাল রাখতে সকালের রূপচর্চায় নজর দেওয়া অত্যন্ত জরুরি। ক্যাটরিনাও সেটা মেনে চলেন।
রোজ ঘুম থেকে উঠে ক্যাটরিনা একটা বড় বাটিতে বরফ জল নিয়ে তাতে মুখ ডোবান।
এরকম প্রায় তিন-চারবার করেন অভিনেত্রী এবং এটা রোজ করেন ক্যাটরিনা।
আর তাঁর ত্বক সুন্দর থাকার এটাই মূল সিক্রেট। ক্যাটরিনার ত্বক অত্যন্ত মসৃণ। নিয়ম করে ত্বকে বরফ ঘষলেই এমনটা সম্ভব বলে জানিয়েছেন অভিনেত্রী।
এছাড়াও ক্যাটরিনা শ্যুটিং না থাকলে মেকআপ একেবারেই করেন না। যে কারণে তাঁর ত্বক এত সুন্দর।
শুধু বাহ্যিক যত্ন নয়, ত্বক ভাল রাখার ক্ষেত্রে কী খাচ্ছেন, সেটাও জরুরি। ব্যস্ততা থাক কিংবা না থাক, ঘড়ি ধরে সকালের খাবার খান ক্যাটরিনা।