BY- Aajtak Bangla
17 APRIL 2025
বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী দিয়া মির্জা। 'কাফির' ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'কাফির'। সেই সিরিজই এবার মুক্তি পাবে ছবির আকারে।
সিরিজে একজন নিরীহ পাকিস্তানি নারীর ভূমিকায় অভিনয় করেছেন দিয়া। ভুলবশত পাকিস্তান-ভারত সীমান্ত অতিক্রম করায়, তাকে জঙ্গি ভেবে ভারতে বন্দি করে রাখা হয়।
এই ছবিরই ধর্ষণের একটি দৃশ্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দিয়া।
অভিনেত্রী জানান, দৃশ্যটির শ্যুটিং করার পর তিনি বমি করেছিলেন।
তাঁর কথায়, "ধর্ষণের দৃশ্যের শ্যুটিংয়ের পর আমি কাঁপছিলাম। পুরো দৃশ্যের শ্যুটিং করার পর আমি বমি করেছি।"
"শারীরিক ভাবে ও মানসিক ভাবে এই দৃশ্য এমনই বেদনাদায়ক ছিল। অভিনয়ের সময় সেই মুহূর্তটাকে বাস্তব বে মনে হয়। তাই আমি অনুভব করেছি।"
দিয়ার মতে, বেশ কিছু কঠিন মুহূর্ত ছিল এই শ্যুটিংয়ে।। কাজের দিনগুলি দীর্ঘ এবং ক্লান্তিকর ছিল, কিন্তু তিনি কৃতজ্ঞ কারণ এই ধরনের চরিত্র বারবার পাওয়া যায় না।
অভিনেত্রী বলেন, "জীবনে হয়তো একবারই সুযোগটা পেয়েছি। এই ধরনের গল্প সব সময় বলা হয় না। সুতরাং এটি সব দিক দিয়ে সফল হয়।"
'কাফির' সিরিজে দিয়ার কাজ বেশ পছন্দ করে দর্শক। এতে মোহিত রায়নাও কাজ করেছেন। জি ফাইফে দেখা যাবে এই সিরিজটি।